HSC ICT 1st Chapter MCQ

১) টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? [দি. বো. ২৫]

ক) হার্বাট মার্শাল
খ) মরি টারফ
গ) রেমন্ড স্যামুয়েল টমলিনসন
ঘ) হার্বার্ট মার্শাল ম্যাকলুহান

২) হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কী বলে? [ঢা. বো., ২৫, ঢাকা সিটি কলেজ]

ক) রোবটিক্স
খ) বায়োমেট্রিক্স
গ) ভার্চুয়াল রিয়েলিটি
ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা

৩) ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? [মাদরাসা বোর্ড ১৬]

ক) তথ্য আদান-প্ৰদান
খ) বাস্তব জগতে বিচরণ
গ) দ্বিমাত্রিক জগতে প্রবেশ
ঘ) কাল্পনিক জগতে বিচরণ

৪) কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? [ম. বো., ২৫]

ক) মেশিন লার্নিং
খ) ইমেজ প্রসেসিং
গ) স্পীচ প্রসেসিং
ঘ) ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং

৫) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? [সি. বো. ২৫]

ক) রোবটিক্স
খ) স্পিচ
গ) ভিশন
ঘ) মেশিন লার্নিং

৬) অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে— [চ. বো. ১৭; মাদরাসা বোর্ড ১৬; নটর ডেম কলেজ, ঢাকা; সরকারি হাজী মুহাম্মাদ মহসিন কলেজ, চট্টগ্রাম]

ক) রোবটিক্স
খ) বায়োমেট্রিক্স
গ) ভার্চুয়াল রিয়েলিটি
ঘ) বায়োইনফরমেটিক্স

৭) ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? [রা.বো. ২৫]

ক) হাইড্রোজেন
খ) আর্গন
গ) ক্লোরিন
ঘ) হিলিয়াম

৮) সিম্যুলেশন করার জন্য বিশেষায়িত সফটওয়্যার হলো— [সি. কে. ২৫]

ক) CAD
খ) Therapy Notes
গ) Epic Care
ঘ) Care 360

৯) আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি? [কু. বো. ২৫]

ক) ফিঙ্গার প্রিন্ট
খ) আইরিশ
গ) হ্যান্ড জিওমেট্রি
ঘ) সিগনেচার

১০) ব্যক্তি শনাক্তকরণে নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত? [মাদরাসা বোর্ড ১৯]

ক) হাতের ছাপ
খ) আঙ্গুলের ছাপ
গ) চোখের রেটিনা স্ক্যান
ঘ) মুখমণ্ডল সনাক্তকরণ

১১) জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? [ম.বো. ২৫]

ক) কৃত্রিম বুদ্ধিমত্তা
খ) বায়োমেট্রিক্স
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) বায়োইনফরমেটিক্স

১২) জিনোম সিকুয়োন্সিংয়ের ইলেকট্রনিক ডেটাবেজ তৈরির বিষয়টি নিচের কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? [কু.বো. ২৫]

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) ন্যানোটেকনোলজি
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স

১৩) কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয়? [মাদরাসা বোর্ড ১৯]

ক) SQL
খ) LISP
গ) CLISP
ঘ) PROLOG

১৪) জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে? [ঢা. বো. ২৫]

ক) জিন
খ) জিনোম
গ) নিউক্লিয়াস
ঘ) ক্রোমোজোম

১৫) স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? [সি. বো. ২৫]

ক) কার্প
খ) রুই
গ) বোয়াল
ঘ) ইলিশ

১৬) কোনটি আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান? [ঢা. বো. 20]

ক) রোবটিক্স
খ) বায়োমেট্রিক্স
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

১৭) জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? [চ. বো. ২৫]

ক) ন্যানোটেকনোলজি
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) রোবট
ঘ) ক্রায়োসার্জারি

১৮) টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? [য. বো. ২৫]

ক) কৃত্রিম বুদ্ধিমত্তা
খ) রোবোটিক্স
গ) ন্যানোটেকনোলজি
ঘ) বায়োইনফরমেটিক্স

১৯) স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কীসের কল্যাণে? [মাদরাসা বোর্ড ১৮]

ক) ভার্চুয়াল রিয়েলিটি
খ) ন্যানোটেকনোলজি
গ) রোবট
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২০) কোনটি আউটসোসিং এর মার্কেট প্লেস? [ব. বো. ২৫; সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম]

ক) ফেসবুক
খ) মাইস্পেস
গ) আপওয়ার্ক
ঘ) ডিগ

২১) কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো— [কু. বো. ২৫]

i. ডিপ লার্নিং    ii. এনএসপি    iii. এইচএমডি
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২২) কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো— [রা. বো.. ২৫]

i. মেশিন লার্নিং    ii. ই-লার্নিং    iii. ডিপ লার্নিং
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৩) নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতির [য.বো. ২৫]

i. পার্শ্ব প্রতিক্রিয়া কম    ii. রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না    iii. চিকিৎসা পরবর্তী রোগীকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৪) সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো- [চ.বো. ২৫]

i. আণবিক জীববিদ্যা ও মেডিসিন    ii. ডেটাবেজ ও প্রোগ্রামিং    iii. পদার্থবিদ্যা ও রসায়ন
ক) i ও ii
খ) i ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

২৫) কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারে— [ম. বা ২৫]

i. জীব বৈচিত্র্যের উদ্ভব হবে    ii. অর্থনৈতিক উন্নয়ন হবে    iii. দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

২৬) বিশ্ব গ্রাম ধারণাটির প্রবক্তা কে? [ঢা. বো, কু. বো. ১৬]

ক) ডেমিয়েন ব্রডরিক
খ) মার্শাল ম্যাকলুহান
গ) জন ম্যাকথি
ঘ) অ্যান্টোনিন আরচিউড

২৭) বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? [চ. বো.- ১৬]

ক) হার্ডওয়্যার
খ) সফটওয়্যার
গ) কানেক্টিভিটি
ঘ) ডেটা

২৮) বিশ্বগ্রামের কারণে— [সি. বো. ১৬]

ক) বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়
খ) সহনশীলতা হ্রাস পায়
গ) পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়
ঘ) সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায়

২৯) ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? [রা. বো. ১৬: হলিক্রস কলেজ, ঢাকা]

ক) এক-মাত্রিক
খ) দ্বি-মাত্রিক
গ) ত্রি-মাত্রিক
ঘ) বহুমাত্রিক

৩০) ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে? [ব. বো, ২৩]

ক) বিশেষ চশমা
খ) হ্যান্ড গ্লাভস
গ) বডি স্যুট
ঘ) রিয়েলিটি ইঞ্জিন

৩১) টেলিপ্রেজেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? [ব. বো, ২৪; ঢা, বো, ২৩; ম. বো. ২৩; পাঠ্যবই: অনুশীলনী-৫; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা]

ক) ক্রায়োসার্জারি
খ) বায়োমেট্রিক্স
গ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

৩২) অনলাইনে পারস্পারিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কী বলে? [সি. বো. ২৪]

ক) ই-স্টাডি
খ) ই-লার্নিং
গ) অন-লার্নিং
ঘ) ইন্টারঅ্যাক্টিভ ক্লাস

৩৩) নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত? [চ. বো. ২৫]

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৩৪) লুক্কায়িত স্তরের প্রযুক্তি কোনটি? [য. বো. ২৫]

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) বায়োমেট্রিক্স
গ) কৃত্রিম বুদ্ধিমত্তা
ঘ) রোবোটিক্স

৩৫) মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলে? [চ.বো. ২৪]

ক) ডিপ লার্নিং
খ) নিউরাল নেটওয়ার্ক
গ) মেশিন লার্নিং
ঘ) নিউরাল পাথ

৩৬) কৃত্রিম বুদ্ধিমতায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? [ঢা, ব. বো. ২৪; বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা]

ক) COBOL
খ) ORACLE
গ) HTML
ঘ) CSS

৩৭) কৃত্তিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বার বার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় কীসের সাহায্যে? [চ. বো. ২৪]

ক) রিইনফোর্সমেন্ট লার্নিং
খ) আনসুপারভাইজড লার্নিং
গ) এনফোর্সমেন্ট লার্নিং
ঘ) সুপারভাইজাড লার্নিং

৩৮) কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়? [রা. বো. ১৯; ঝিনাইদহ ক্যাডেট কলেজ]

ক) 90°
খ) 180°
গ) 270°
ঘ) 360°

৩৯) মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? [ঢা. বো. ১৭; রংপুর ক্যাডটে কলেজ]

ক) রোবটিক্স
খ) ভার্চুয়াল রিয়েলিটি
গ) ন্যানোটেকনোলজি
ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা

৪০) কোনটি রোবটের ব্যবহার? [রা. বো. ১৬]

ক) জটিল সার্জারি চিকিৎসায়
খ) ব্যক্তির স্বাক্ষর সনাক্তকরণে
গ) নতুন জাতের বীজ উৎপাদনে
ঘ) টেনিস

৪১) ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়- [কু. বো. ১৯]

ক) আর্গন
খ) কার্বন মনোক্সাইড
গ) কঠিন নাইট্রোজেন
ঘ) ডাই মিথানল ইথেন

৪২) ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? [য. বো. ২৩]

ক) ক্রায়োজেনিক এজেন্ট
খ) অস্ত্রোপচার
গ) রেডিও থেরাপি
ঘ) কেমোথেরাপি

৪৩) ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান— [য. বো. ১৯]

ক) অক্সিজেন
খ) নাইট্রোজেন
গ) হাইড্রোজেন
ঘ) মিথেন

৪৪) কোনোটি ক্রায়োজনিক এজেন্ট নয়? [ম.বো. ২৪]

ক) তরল নাইট্রোজেন
খ) তরল আর্গন
গ) তরল ফসফরাস
ঘ) তরল কার্বন-ডাই-অক্সাইড

৪৫) ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? [কু. বো. ২৪: রংপুর ক্যাডেট কলেজ]

ক) আর্গন
খ) হাইড্রোজেন
গ) অ্যামোনিয়া
ঘ) নিয়ন

৪৬) পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? [রা.বো, ২৪: বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুনলা]

ক) PAT
খ) PLC
গ) NAT
ঘ) CAD

৪৭) কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? [রা.বো. ১৭; ব.বো. ১৬]

ক) ন্যানো টেকনোলজি
খ) বায়োমেট্রিক্স
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) বায়োইনফরমেটিক্স

৪৮) মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? [য. বো. ১৬]

ক) বায়োমেট্রিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) ন্যানো টেকনোলজি
ঘ) ক্রায়োসার্জারি

৪৯) কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? [চ. বো. ২৩: রংপুর ক্যাডেট কলেজ]

ক) রসায়ন
খ) ডেটাবেজ
গ) গণিত ও পরিসংখ্যান
ঘ) প্রোগ্রাম

৫০) কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? [ঢা. বো. ২৪, ঢাকা কমার্স কলেজ, সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ, চিরিরন্দর, দিনাজপুর]

ক) ন্যানোটেকনোলজি
খ) রোবটিক্স
গ) বায়োমেট্রিক্স
ঘ) বায়োইনফরমেটিক্স

৫১) নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র? [য.বো. ২৪]

ক) ডি.এন.এ ম্যাপিং ও অ্যানালাইসিস
খ) ডি.এন.এ খন্ড পৃথকীকরণ
গ) ডি.এন.এ খন্ড প্রসকস্থাপন
ঘ) ডি.এন.এ তৈরি

৫২) জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো- [চ.বো. ১৯]

ক) বায়োইনফরমেটিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) ক্রায়োসার্জারি
ঘ) বায়োমেট্রিক্স

৫৩) কোনটি বায়োইনফরমেটিক্রের বৈশিষ্ট্য? [রা.বো. ১৬]

ক) স্বল্প ডেটা সংরক্ষণ
খ) জৈবিক ডেটার সমাহার
গ) ন্যানোটেকনোলজি ব্যবহার
ঘ) প্রযোক্তি নির্ভর নিরাপত্তা

৫৪) জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াকরণ ও ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বো. ২৪]

ক) বায়োমেট্রিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) বায়োমেট্রিক্স

৫৫) বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [ঢা.বো. ১৯]

ক) বায়োইনফরমেটিক্স
খ) ন্যানোটেকনোলজি
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) ক্রায়োসার্জারি

৫৬) GMO এর পূর্ণরূপ কী? [ম. বো. ২৪]

ক) General Modified Organism
খ) Genetically Modified Organization
গ) Genetically Modern Organism
ঘ) Genetically Modified Organism

৫৭) DNA পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? [য.বো. ২৩]

ক) মুখমণ্ডল
খ) কণ্ঠস্বর
গ) রেটিনা
ঘ) রক্ত

৫৮) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? [ব.বো. ১৯]

ক) Jack Williamson
খ) E. Coli
গ) Paul Berg
ঘ) Stanley Cohen

৫৯) বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন? [চ. বো. ২৪]

ক) ভুট্টা
খ) ধান
গ) চা
ঘ) পাট

৬০) উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? [চ. বো. ১৭]

ক) বায়োমেট্রিক্স
খ) ভার্চুয়াল রিয়েলিটি
গ) ন্যানোটেকনোলজি
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৬১) এক ন্যানোমিটার সমান কত মিটার? [ঢা.বো, য.বো, ব.বো. ১৭, কু. বো, য.বো ১৬]

ক) ১০⁻³
খ) ১০⁻৬
গ) ১০⁻৯
ঘ) ১০⁻১২

৬২) দশ ন্যানোমিটার = কত মিটার? [ব. বো. ১.৯]

ক) ১০⁻১১
খ) ১০⁻৯
গ) ১০⁻১০
ঘ) ১০⁻৮

৬৩) মণিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? [দি. বো. ১৯]

ক) বায়োমেট্রিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) ন্যানোটেকনোলজি
ঘ) বায়োইনফরমেটিক্স

৬৪) কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি? [সি বো. ১৬]

ক) ন্যানোটেকনোলজি
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) বায়োমেট্রিক্স
ঘ) বায়োইনফরমেটিক্স

৬৫) ন্যানো প্রযুক্তি কয় পদ্ধতিতে ব্যবহৃত হয়? [চ. বো. ২৩]

ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫

৬৬) স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? [য.বো. ২৪; ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর]

ক) ন্যানোটেকনোলজি
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) বায়োমেট্রিক্স
ঘ) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

৬৭) Top Down পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? [য.বো. ২৩; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) বায়োমেট্রিক্স
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) ন্যানোটেকনোলজি

৬৮) টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বো. ১৯: রংপুর ক্যাডেট কলেজ]

ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) ন্যানোটেকনোলজি

৬৯) ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? [দি. বো. ২৪]

ক) Virtual reality
খ) Bioinformatics
গ) Nano technology
ঘ) Genetic engineering

৭০) খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ করার প্রযুক্তি কোনটি? [সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, সি. বো. ১৭]

ক) রোবোটিক্স
খ) বায়োমেট্রিক্স
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) ন্যানোটেকনোলজি

৭১) কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো— [ম. বো.. ২৪]

i. ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং    ii. স্প্রেডশিট প্রসেসিং    iii. স্পিচ প্রমসসিং
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৭২) AI এর ক্ষেত্রগুলো হলো— [চ. বো. ২৩; সিটি রেসিডেনসিয়াল মডেল কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর]

i. মেশিন লার্নিং    ii. রোবটিক্স    iii. ওয়ার্ড প্রসেসিং
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৭৩) কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি— [দি.বো. ২৪]

i. মেশিন লার্নিং    ii. ই-লার্নিং    iii. ডিপ লার্নিং
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৭৪) বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে [সকল বোর্ড ১৮]

i. জাতীয় পরিচয়পত্রে    ii. পাসপোর্টে    iii. জন্ম নিবন্ধনে
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৭৫) বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো হলো- [রা. বো. ২৪]

i. জিনোম সিকোয়েন্স    ii. ডিএনএ বিশ্লেষণ    iii. রোবট নিয়ন্ত্রণ
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৬ ও ৭৭ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য এন্টি-এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। [রা.বো. ২৫]

৭৬) জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি কোনটি?

ক) ন্যানোটেকনোলজি
খ) বায়োইনফরমেটিক্স
গ) বায়োমেট্রিক্স
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

৭৭) জনাব লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তিটির ক্ষেত্রে শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো-

i. স্বাক্ষর    ii. ডিএনএ    iii. ফিঙ্গার প্রিন্ট
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৮ , ৭৯ নং প্রশ্নের উত্তর দাও: দাও:
বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকারী ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। [চ.বো. ২৫]

৭৮) উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি কী?

ক) ন্যানোটেকনোলজি
খ) কৃত্রিম বুদ্ধিতত্তা
গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ) রোবটিক্স

৭৯) প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য হবে-

i. মজবুত    ii. টেকসই    iii. ভারি
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮০, ৮১নং প্রশ্নের উত্তর দাও
সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একটি যন্ত্র মানবের কথোপকথন হয়। [মাদরাসা বোর্ড ১৮]

৮০) উদ্দীপকে কোন প্রযুক্তি ইঙ্গিত রয়েছে?

ক) ন্যানোটেকনোলজি
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) রোবটিক্স
ঘ) বায়োইনফরমেটিক্স

৮১) উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে-

ক) শিশুদের বুদ্ধি বিকাশ ঘটবে
খ) মানুষের কর্মস্পৃহা বাড়বে
গ) মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে
ঘ) শিল্প কারখানার ব্যয় কমবে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও:
মিঃ রাজিবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা-চলা এবং স্পর্শানুভূতি রয়েছে। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন। [ঢা. বো.. ২৫]

৮২) মিঃ রাজিবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়?

ক) জটিল সার্জারি চিকিৎসায়
খ) ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে
গ) নতুন জাতের বীজ উৎপাদনে
ঘ) টেনিস বলের আকৃতি তৈরিতে

৮৩) মিঃ রাজিব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ—

i. তুলনামূলক ব্যয় কম    ii. কাটা ছেঁড়ার প্রয়োজন নেই    iii. দীর্ঘ মেয়াদি কার্যকারিতা
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৪ ও ৮৫ নং প্রশ্নের উত্তর দাও:
কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। [ব. বো. ২৫; দি. বো. ২৪; রংপুর সরকারি কলেজ]

৮৪) উদ্দীপক উল্লিখিত প্রযুক্তিটি হলো—

ক) বায়োমেট্রিক্স
খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ) বায়োইনফরমেটিক্স
ঘ) ন্যানোটেকনোলজি

৮৫) উক্ত প্রযুক্তির প্রভাবে—

i. অর্থনেতিক উন্নয়ন হবে    ii. জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে    iii. দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
Manu
Home
Search
×
Scroll to Top